ভ্রমর যেমন              ফুলের বাগানে
              মধু আহরণে
       মনের আনন্দে ছুটে আসে,
নদী যেমন                 সাগরের বুকে
             সুখের সন্ধানে
        ঝড়ের বেগে ছুটে আসে,
তুমি তেমনি        হৃদয়ের পর্ণকুটীরে
            আলো ছড়িয়ে
     ছুটে আসো আমার ভুবনে।


পাখি যেমন              মনের আনন্দে
              আহার নিয়ে
      আপন নীড়ে ফিরে আসে,
চাঁদ যেমন             জ্যোৎস্না ছড়িয়ে
           প্রণয়ের আহ্বানে
     সারারাত ধরে জেগে থাকে,
তুমি তেমনি             মায়াবী রাতের
                সুখ হয়ে
    বিরাজ করো মিষ্টি অনুভবে।


শীত যেমন                   গাছে গাছে
            ফুলের সমারোহে
         দোলা দেয় সবার মনে,
আকাশ যেমন             শ্রাবণ মেঘের
                  বৃষ্টি নিয়ে
          ছুটে আসে মাটির বুকে,
তুমি তেমনি                বুকের মাঝে
               আছড়ে পড়ো
      অস্ত যাওয়া হিমেল বিকেলে।


ঝরনা যেমন                পাহাড় বেয়ে
             প্রকৃতির খেয়ালে
         সারাটি ক্ষণ নেমে আসে,
প্রকৃতি যেমন         অনাবিল সৌন্দর্যে
               সেজে থাকে
        পুষ্পে রাঙ্গা সৌরভ নিয়ে,
তুমি তেমনি              শিশিরের মতো
               ঝরে পড়ো
       আমার চির সবুজ হৃদয়ে।