কষ্ট না হয় শুধু আমিই পেলাম,
তুমি কি পেলে? কোন মহামানব?
সেইতো কোন যুবকের কাছেই গেলে,
হোক সে সভ্যতার স্বপ্ন পুরুষ, কিংবদন্তীর রাজপুত্র;
হোক সে কোন সুঠাম দেহের সুদর্শন পুরুষ,
সর্বোত্তর জ্ঞানের ভাণ্ডার, অথবা কোন ধনীর দুলাল;
তবুও সেতো পুরুষ-ই।


সময়তো থেমে থাকেনি কারো,
বারোটা বছর, অনেকটা সময় গড়িয়ে গেছে;
মনে হয়েছে বিষাক্ত বারোটা যুগ,
প্রখর তাপে বুকের জমিন ফেটে চৌচির হয়েছে,
অবিরাম প্রণয় বরিষণের নির্লিপ্ত নেশায়,
আজ রহস্যময় নিষ্ঠুর আমার নিয়তি,
তাতে কার কি আসে যায়!
সেদিন হয়তো তুমি সুখীই ছিলে,
যেদিন কষ্টের একটা ঝুলি দিয়েছিলে
'বিশ্বাস ভঙ্গের উপহার',
আমি যতন করে রেখে দিয়েছিলাম
অন্তর গহিনের বসত বাড়িতে।


স্বপ্নের মাঝে তোমায় পাবো ভেবে
এখন স্বপ্নও দেখিনা, কেননা স্বপ্নেও কষ্ট দাও তুমি!
হোক সে স্বপ্ন কষ্টের চাদরে ঢাকা,
তবুও ফিরিয়ে দাও আমায়
সেই স্বপ্ন সাগরের কষ্ট মাখা ভালোবাসা,
আমি কষ্টের সাগরেই ভেসে থাকতে চাই,
অন্তর জালার বহ্নি শিখা জ্বেলে
আমি চাই নগ্ন রাতের উন্মাদনা,
ভিক্ষুককে তো ভিক্ষা দাও,
না হয় আরও একটু কষ্ট দিলে আমায়,
তোমার দেয়া ঝুলিটা পূর্ণ হলো।