পৃথিবীতে এখন আর চাওয়ার কিছুই নেই,
যা চেয়েছি সেতো শুধু অলীক স্বপ্ন,
ভাঙ্গলেই অনাদরে জ্বলে দগ্ধ হয়ে যায়,
অন্ধকার মৃত্যু কূপের বহ্নিশিখার মতো।


আমিতো জ্যোৎস্না প্রহরে একান্ত আপন করে
শুধু তোমাকেই প্রণয় বাঁধনে বাঁধতে চেয়েছি,
তুমি ছিলে আঁধার রাতের স্বপ্নচারিণী,
আমার আকাশটাকে মেঘাচ্ছন্ন করে দিয়ে
মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেলে আরেক আকাশে,
আমি অশ্রু সিক্ত নয়নে শুধু চেয়ে চেয়ে দেখেছি
মুক্ত পথে তোমার ঐ নিষ্ঠুর চলে যাওয়া।


এখন তুমি কোন এক যুবকের বুকে
স'পে দিয়েছো তোমার দেহ মন সর্বস্ব,
আমার অস্থির নির্লিপ্ত ভালোবাসাকে হারিয়ে দিয়ে
চলে গেছো অজানার পথে স্বর্গ সুখের সন্ধানে,
উন্মত্ত মরু ঝড়ের আজন্ম তৃষার মতো
আমার বুকের জমিন চৌচির করে চলে গেছো দূরে।


ভালোবাসার মূল্য যদি নাই দিবে
তবে কেন ভালোবাসার সমুদ্রে ভাসালে?
ভাসালেই যদি তবে কেন চিত্তের নির্মলতা হরণ করে
সমুদ্রের অতল তলে ডুবিয়ে দিলে?
তাচ্ছিল্যে ভরা ঘৃণার জন্ম দিয়ে
কেন দিলে নিরন্তর ছুটে চলা এক বুক যন্ত্রণা?


এখন আমার প্রহর কাটে না সময়ের বাঁধনে
কেউ জানে না কেন আমার অষ্টপ্রহর কাটে না,
কেন আমার ছিন্ন হৃদয় ভিন্ন হলো কেউ বুঝে না,
কেউ বুঝে না আমার কেন
বক্ষে বিদ্ধ বিষাক্ত ধনুর রক্তিম জ্বালা।


আজ আর আমি কিছুই চাই না-
শূন্যতায় ভরা নিষ্ঠুর এই ধরিত্রীর বুকে,
শুধু একটু সুখের অনন্ত নেশায় হারিয়ে যেতে চাই,
নরকের এই নিষ্ঠুর মায়ার বসবাস ছেড়ে
অচেনা কোন গ্রহ থেকে গ্রহান্তরের স্বর্গ দ্বারে।