জানি আর ফিরবে না হৃদয়ের ঘরে,
নিরাশার বুকে তবু বাসা বাঁধি স্বপ্নের দোলায়;
প্যাডের পাতা গুলো ছিঁড়ে ফেলি অনাদরে;
শেষ একটা করুণ চিঠি লিখবো বলে;
লেখা আর হয়ে উঠে না সময়ের বাঁধনে,
দিন যায়, দিনের পরে রাত কেটে যায়;
মাস যায়, মাসের পরে বছর;
তোমার দেয়া স্বপ্নিল স্মৃতিটুকু-
ধীরে ধীরে মলিন হয়ে যায় অনাদরে;
ধূসরিমার নগ্ন দিনের উন্মাদনায়,
পাখিরা সব নীড়ে ফিরে রঙিন স্বপ্ন বুকে;
শুধু তুমিই এলে না ফিরে হৃদয়ের ঘরে,
সত্যিই যদি আর ফিরবে না মোর দ্বারে
তবে এই অধমেরে কেন ভালোবেসে ছিলে?


জানি আর ফিরবে না শত আহ্বানে,
হতাশার মাঝে তবু কেটে যায় সহস্র প্রহর-
প্রখর তাপে হৃদয়ের ঘাস ফুল মলিন হয়ে যায়;
কতো প্রজাপতি এসে ছুঁয়ে যায় তার রঙ;
তবুও ফুল ঝরে যায় শূন্যতার হাহাকারে,
কবিতার করুণ শব্দ ভিড় করে মনের দুয়ারে;
কবির কলম ছুটে চলে ঝড়ের বেগে;
সেই ঝড়ে থরথর ধরিত্রীও কাঁপে;
আকাশ বেয়ে নেমে আসে অশ্রু জল;
তবুও তুমি আসো না তো ফিরে হৃদয়ের ঘরে,
বাঁধন ছিঁড়ে যদি চলেই যাবে দূরে
তবে কেন ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে ছিলে?