চোখের তারায় ঘুম নেই আজ,
রাতটা বড় বেশী বিষণ্ণতার বেড়াজালে বন্দি,
সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের মতো
যেন অনন্তকাল ধরে ছুটে চলছে এই রাত্রি,
পাশের বাড়িতে বাজছে টুং টাং পিয়ানোর সুর,
বাগানে ভাসছে হাসনাহেনার তীব্র সুবাস,
তবুও মনের দুয়ারে আজ বিষাদের ছায়া,
আজ তোমাকে অনাদরে মুক্তি দিলাম তাই-
হৃদয়ের সমস্ত বন্ধন ছিন্ন করে,
মুক্ত আকাশের মুক্ত বিহঙ্গের মতো
দূর নীলিমায় উড়িয়ে দিলাম অজানার পথে।


আকাশের বুকে যেমন অমানিশার আঁধার রাত্রি,
আমার বুকেও আজ আঁধার কালো শূন্যতার খেলা,
হৃদয়ের গহিন অরণ্যে অক্লান্ত সীমাহীন যুদ্ধে-
কলহ, সহিংসতা আর যতো হোক রক্তপাত;
যতো হোক ঝড়ের রাতের কঠিন বজ্রাঘাত,
মৃত্যুর আগমনী ধ্বনি যতো নিক বেঁচে থাকার স্বাদ,
তবুও ফিরে তাকাবো না আর,
শুধু প্রতীক্ষার দ্বার খুলে বসে থাকবো,
আজীবন করবো শূন্যতার কারাগারে বসবাস,
হৃদয়ের দ্বার খুলে আমি দেখে নিবো আবার,
দেখে নিবো ভালোবাসার সমুদ্র কতোটা গভীর তোমার।