এখানে নিষ্ঠুরতায় ভরা ঘৃণ্য বহমান পাপের সমাজ,
নিরন্তর ছুটে চলা অযাচিত জীবন,
এখানে কেউ থাকে বৃহৎ অট্টালিকায়,
কেউ বস্তি কিংবা ফুটপাতে,
ওরা ক্ষুধার রাজ্যে ভিখারি হয়ে ঘুরে,
ধনীরা অট্টালিকায় বসে বসে দেশ উদ্ধার করে!
ওরা কেউ ভিক্ষার হাত বাড়িয়ে দেয়,
কেউ আবার ছুটে চলে ঐ অট্টালিকার পাণে,
যেখানে একদল হৃদয়হীন স্বার্থপর বাস করে,
ওখান থেকে কেউ ফিরে আসে তারা খেয়ে,
কেউ আবার অশ্রুসিক্ত নয়নে,
ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসে নিষ্ঠুর এই সমাজের দ্বারে,
চিৎকার করে আকাশ-বাতাস কম্পিত করে বলে,
এ কেমন নিষ্ঠুরতায় ভরা অন্ধকার সমাজ?
যেখানে নেই একটু সুখের সন্ধান,
নেই কোন মমত্ববোধের বাড়িয়ে দেয়া কোমল হাত,
আছে শুধু দুঃখ ভরা ক্ষুধার্ত আর্তনাদ,
এ কেমন নিষ্ঠুরতায় ভরা ঘৃণ্য বহমান পাপের সমাজ?