একদিন যখন ঘুম ভেঙ্গে যাবে,
ভোরের পাখিরা তখন মুক্ত ডানা মেলে
অশান্ত নীলিমায় উড়ে যাবে,
যখন কোলাহল থেমে যাবে
ধ্বংসে পৃথিবী হাত বাড়িয়ে দিবে
উল্কার রক্তিম আভার মতো,
যখন কলুষিত হবে পরিবেশ
নিপীড়িত মানুষের হাহাকার শোনা যাবে,
মৃত্যু মুহূর্তে বেঁচে থাকার আন্দোলনে
ক্ষুধার্ত হায়েনারা এসে ভিড় জমাবে,
তবুও নিষ্ঠুর এই অশান্ত পৃথিবীর
চিরন্তন সত্য সুন্দর ভালোবাসা
তখনও কি হারিয়ে যাবে?
যদি না হারায়...
তবে এসো, ভয় কি?
হারিয়ে যাই,
অশান্ত সাগরের উথাল পাতালে।