কথা ছিলো আজীবন পাশে থাকবে,
তোমার দেয়া কথা রাখতে পারোনি তুমি,
ভাঙ্গনের খেলায় উন্মত্ত নীড় হারা আজ পাখি,
শূন্যতার কারাগারে বন্ধি করে তুমিও দিলে ফাঁকি,
বৈশাখী ঝড়ের মতো বুকের জমিনে ঝড় তুলে,
অক্লেশেই চলে গেলে প্রণয়ের বাঁধন ছিঁড়ে।


যখন আমি থাকবো না এই পৃথিবীর বুকে,
মনে রেখো আমার এই গীতি কবিতা,
কোন এক ঘুমন্ত নিশ্চুপ রাতে,
ডুবে গেলে তারকা ভরা আকাশের চাঁদ,
চুপিসারে আমি আসব তোমার শিয়রে,
তোমার রুদ্ধ বাতায়ন খুলে রেখো সেদিন।


দেখে নিও সত্যি আমি আসবো ইন্দ্র ছায়া হয়ে,
ভয় পেয়ো না তুমি, স্পর্শ করবো না তোমায়;
কান পেতে শুধু হৃদয়ের কম্পন শুনবো,
নিবো তোমার স্নিগ্ধ চুলের মিষ্টি সুঘ্রাণ,
সারারাত বসে তোমার নিঃশ্বাসের শব্দ গুনবো,
ছুঁয়ে যাবো তোমার নির্মল জীবন্ত প্রাণ।


তৃষ্ণায় যখন হঠাৎ ঘুম ভেঙ্গে যাবে তোমার,
চোখ মেলে কখনোই দেখবে না আমায়,
তবুও আমি বেঁচে থাকবো তোমার অনুভবে,
প্রতিনিয়ত আমি রবো ছায়া হয়ে তোমার,
সমুদ্র পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের মতো,
আজীবন স্পর্শহীন ছুঁয়ে যাবো তোমার প্রাণ।