তুমি
চলে গেলে
লোবান সমুদ্রে ফেলে
বলো কতোটা সুখ পেলে?
মরণ যন্ত্রণার নিখিল বিষ ঢেলে;
উন্মাদনার তপ্ত বক্ষে তুষের অনল জ্বেলে।


এখন
আমার করতলে
মৃদঙ্গের সুর উথলে
উন্মত্ত চিত্তের বিষাদী অঞ্চলে,
অবিরাম অশ্রু ভেসে বেড়ায় কপোলে;
নিবিড় আদরে কেউ মুছেনি স্নিগ্ধতার আঁচলে।


সবই
গেলো বিফলে
করুণা সিন্ধুর অতলে
জীবনের রঙ নেই উচ্ছলে,
দুই মেরুতে দুটি প্রাণ দোলে;
একটিতে আহত পাখি নিশির শূন্যতায় জ্বলে।


নাইবা
আর এলে
উড়ন্ত ডানা মেলে
যে পথে দিয়েছো ঠেলে,
জীবনের রক্তিম সূর্যটা পড়েছে হেলে;
কতোটা পেলে নিষ্ঠুরতার এই খেলা খেলে?