বহুদূর
চলে এসেছি
তোমার বন্দর ছেড়ে
সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে,
কতো রোদেলা কষ্ট সর্বাঙ্গে মেখে;
আমি চলে এসেছি অচিন এক ভূখণ্ডে।


বহুদূর
চলে এসেছি
অভিশপ্ত জীবন ফেলে
সামনেই সুনিপুণ স্বপ্নিল নগরী,
ওখানে রাঙাবো প্রেম তুলির আঁচড়ে;
এবার আমি গড়বো, তুমি জ্বলবে অনলে।


বহুদূর
চলে এসেছি
তোমার চোখের আড়ালে
আকাশের মেঘ দেখে দেখে,
কতো ভয়াল বর্ষণ গায়ে মেখে;
আমি চলে এসেছি অনন্ত সুখের খোঁজে।


বহুদূর
চলে এসেছি
এবার ভিড়াবো তরী
ভুলের পৃথিবী যাবো ভুলে,
ফেরারি হৃদয়ে ফিরবো না ঘরে;
এবার আমি হাসবো, তুমি কাঁদবে সুদূরে।