ফিরে
এসো তিলোত্তমা
কষ্টগুলো হচ্ছে জমা
নিজগুণে যদি দাও ক্ষমা,
বিরহের দহনে কাঁদে মনের বিহঙ্গমা;
অভিমানী পথ ভুলে ফিরে এসো প্রিয়তমা।


যতটুকু
ছিলো ভুল
দিয়েছি তার মাশুল
জীবন প্রবাহে সুখের অপ্রতুল,
বক্ষে বিদ্ধ শূন্যতার ধারালো ত্রিশূল;
দুঃখের সমুদ্রে ভেসে পাইনি খুঁজে কূল।


ফিরে
এসো অন্তরে
ভিড়াও তরী চিরতরে
কাটে না সময় অকাতরে,
যা কিছু ছিলো সবই মন্বন্তরে;
চোরাবালি হয়ে লুকিয়ে থাকে হৃদয়ের অন্দরে।


আনমনে
ভাবনার শতদল
হৃদয়ে ভাঙছে অবিরল
তুমিও রইলে দূরে অবিচল,
জ্বালাবেই যদি হৃদয়ের ঘরে ক্ষুধানল;
ভালোবেসে তবে কেন দিলে এই অশ্রুজল?