ফাগুনে
আগুন ঝরে
শাসকের দ্রোহের দহনে
জাগরণের স্ফুলিঙ্গ বাঙালির অন্তরে,
রঞ্জিত বাংলার রাজপথ রক্তের প্লাবনে;
জনস্রোতের গর্জন মাতৃভাষা রক্ষার বিপ্লবী বহরে।


ছুটন্ত
মিছিলে সবার
স্লোগানে স্লোগানে জীবন্ত
রাষ্ট্রভাষা বাংলা চাই আবার,
পুলিশের গুলিতে গর্জে উঠে দিগন্ত;
লুটিয়ে পড়ে সালাম-রফিক-বরকত-জব্বার।


চলে
নিপীড়ন অঙ্গে
তবুও রুখে সদলবলে
লড়ছে বাঙালি বিজাতির সঙ্গে,
বুঝেনি ওরা বিমূঢ়তার নিখিল গরলে;
বাংলাভাষা রক্তে সবার, জন্মেছে সবুজ বঙ্গে।


তমসায়
আলোর প্রতীক্ষায়
গোধূলির রঙ বদলায়
করুণ সুরে আপন ভাষায়,
বন্দি পাখিই স্বাধীনতার গান গায়;
স্বপ্ন দেখে খাঁচা ভেঙে উড়বে নীলিমায়।