ধন্য
আমি আত্মহারা
শুধুই তোমার জন্য
আঁখির পলকে করেছো দিশেহারা,
রংধনুর রঙে হৃদাকাশ হয়েছে অনন্য;
নতুন জীবনের দ্বার খুলে উল্লাসে পাগলপারা।


অন্তরে
মৃদঙ্গ বাজে
এলেই তোমার দ্বারে
যখন দেখি নীলাম্বরী সাঁজে,
প্রথম প্রেমের ঝলক আঁখির পরে;
যেনো বাড়ন্ত ফুল বৃক্ষ পল্লবের ভাঁজে।


স্বপ্নাবেশে
আজ দুজনে
নীরবতার স্নিগ্ধ পরিবেশে
হারাবো কোন প্রেমের কুঞ্জবনে,
উদ্ভব হতে জন্মান্তরের স্বপ্নিল আবেশে;
স্বর্গীয় প্রেম গড়বো দুজন নিবিড় আলিঙ্গনে।


তমসায়
উদ্ভাসিত চন্দ্রিকায়
চিরদিন রাখবো তোমায়
পুষ্প রঙিন বক্ষের আঙিনায়,
যে ভালোবাসা হৃদয় রাঙিয়ে যায়;
আজন্ম তা বেঁচে থাকে নিবিড় মমতায়।