এতো
সহজেই কেন
পেতে চাও তারে
দেশটা একদিনে স্বাধীন হয়নি,
অন্তত নয়মাসের সময় নাও হাতে;
তার অন্দরের সকল জটিল ব্যাকরণ বুঝতে।


যে
শিশুটি অনাদরে
জন্মেছিলো অন্যের ঘরে
তিলেতিলে গড়া তার প্রতিভারে,
সহজেই কেন পেতে চাও পাঁজরে?
একটু তো সময় নাও তারে বোঝবারে।


প্রেমহীন
কতো তারকা
খসে পড়ে আঁধারে
বিলাপ করে নগরীর কোলাহলে,
কতো ফুলের পরাগায়ন শূন্যতায় ঝরে;
মানুষের হাহাকার হারায় নিয়ন আলোর অন্দরে।


এতো
সহজেই কেন
পেতে চাও তারে
তার কি দায় পড়েছে,
ফুল ফুটিয়ে যাবে তোমার দুয়ারে;
এতোটুকু তো বুঝার ক্ষমতা রাখো অন্দরে।