ভালোবাসার তির্যক্ নেশা যখন
মনের দুয়ারে দীপ্ত চেতনা জাগায়,
বিষাক্ত পড়ন্ত স্মৃতি গুলো তখন
হায়েনার মতো এসে ভিড় করে দাঁড়ায়।


ব্যর্থতার নীরব ক্রন্দনে যখন
চোখের অশ্রু কপোলে ভেসে বেড়ায়,
উন্মত্ত ভালোবাসার ঢেউগুলো তখন
ময়ূরের মতো পেখম মেলে দাঁড়ায়।


দেহের আদিম ইচ্ছা শক্তি যখন
রক্তের প্রতি কণিকায় শিহরন জাগায়,
শিশির স্নাত শিউলিগুলো তখন
কালের নির্মম ব্যবধানে ঝরে যায়।


ভালোবাসার প্রবল হাতছানি যখন
শীষ দিয়ে প্রণয়ের আহ্বান জানায়,
এই অশান্ত হৃদয়ে তখন
কালের বিক্ষিপ্ত ঝড় বয়ে যায়।