সব কেড়ে নিয়ে প্রিয়ে, তুমি মারলে একোন পাথর;
আনচান করে শুধু, কেন বলো বুকের ভেতর।
কি আঘাত দিলে প্রাণে, ওগো ক্ষতটাই শুধু জানে;
বিঁধেছে পাথর বুকে, বুঝেছি কষ্টের যে কি মানে।
ঝরে গেল পাতা গুলো, আমি নই বৃক্ষ পর্ণমোচী ;
হারানোর ব্যথা নিয়ে, কিকরে যে শুষ্ক ডালে বাঁচি।
স্বপ্ন গুলো গেছে ভেঙে, ব্যথাময় বিরহের ঝড়ে;
ক্ষত দিয়ে রক্ত নয়, শুধু কবিতা চুইয়ে পরে।