উড়ে যায়... উড়ে যায়...দূরে চলে যায়
কার কোন স্বপ্ন, কিভাবে কোথা হায়।


হেরি, আকাশের হৃদে বাতাসের আনাগোনা,
বোঝে পাখী
আকাশের মন আজ বাতাসের গানে হয় আনমোনা।


কালো মেঘ উড়ে আসে বিধুর বিহঙ্গ সকাশে
গগনেচর আসে ফিরে বনে, মুখ তার ফ্যকাশে।


উড়তে চেয়েছিল পাখী, আকাশের বুকে
আকাশ গিয়াছিল চলি বাতাসের কাছে,থাকিতে শুখে
স্বপ্ন দেখেছিল পাখী,ঝলমলে আকাশের
আকাশ হয়েছিল সাঁথী, ফুরফুরে বাতাসের।


বাতাসের সনে হয়েছিল দেখা একদিন
ডানা ভাঙা পক্ষীর,
পাখী বলেছিল, আমি পারলাম না ভাই
সঙ্গে তোমার পাল্লা দিতে।


বলেছিল বাতাস
সব কিছু থাকেনা আঁকা সবার বিধিতে।