ডিম থেকে লার্ভা,লার্ভাকে বাংলায় শুয়োপোকা কয়!
পিউপা থেকে প্রজাপতি,জীবনচক্রে তা খুঁজে পায়।


এসেছিলি তুই ভুবনে আমার হয়ে প্রজাপতি;
এ মরু হৃদয়, স্পর্শে হয়েছিল তোর অমরাবতী।
চঞ্চলতার দোলায় দুলিয়েছিলি আমার মন,
কত রঙিন স্বপ্ন দেখেছিল,এই কিশোর জীবন।
তোর ক্লান্তিহীন শান্ত স্বপ্নালু চোখে,
আনন্দ হাসি গান দিয়েছিলি এঁকে।


যখন অনেক দিনের পরে,
তুই গেলি আমার হৃদয় ছিঁড়ে...
ভালবসার অঙ্গীকার গুলো গিয়ে ভুলে,
করলি আমাকে প্রত্যাখান অবহেলে।
মন মন্দাকিনী আজ চোখের জলে ঘোলা,
ভালবাসার ফুলবনে,সুখস্বপ্ন গুলো হয়েছে পথভোলা
স্মৃতিগুলো জালায় অনুক্ষণ,
দু:স্বপ্ন আর শূন্যতার বিচরণ।


আজ দেখি হৃদয়ের চার ধারে,
তোর বিতৃষ্ণার শুঁয়োগুলো, আমাকে দংশন করে।


আমার জীবনে উল্টো যেন,
প্রজাপতি থেকে তুই, শুয়োপোকা হলি কেন ?