রুখা শুখা ফুটি ফাটা বাঁজা লালমাটি
গনগন্যা রোদে পুড়া ডিমডিহা গাঁ’টি ।
কোল ভিল সাঁওতাল  কুরমি মুন্ডারি
বার মাস লড়ে যায় জিতি আর হারি ।
মটা চালে বাসি ভাত শাগপালা গেঁড়ি
ল্যাশা করে মহুল্যার স্বাদে ভরা হেঁড়ি ।
ঝোপে ঝাড়ে শিঁয়াকুল কেঁদপাকা নাই
বনে আজ ন্যাড়া গাছ হেথা হথা ছাই ।
কুথা পাবে আদিবাসী পেট ভরা ভাত
ট্যাঁড় বাদে চাষ বাস  দেবতার হাত ?
হিঁজে গেছে শাল  বন  পলাশের রঙ
গাছ কাট্যে সাজা হয়  সরকারী ঢঙ ।
জল নাই  ভাত নাই তকদিরে  জিয়া
ডিমডিহা  শুধু  লয়  গটা  পুরুলিয়া ।


শব্দার্থ -
রুখা (রুক্ষ); শুখা (শুকনো); ফুটি ফাটা (ফুটির মতো ফাটা) বাঁজা (বন্ধ্যা); ডিমডিহা (একটি গ্রামের নাম) গাঁ’টি (গ্রামটি);  কোল- ভিল- সাঁওতাল - কুরমি মুন্ডারি (আদিবাসী উপজাতিদের নাম); গেঁড়ি (শামুক) ল্যাশা (নেশা); মহুল্যার (মহুয়া ফুলের); হেঁড়ি (হাঁড়িয়া);  শিঁয়াকুল (বুনো কুল);  কেঁদপাকা (সফেদার মতো এক প্রকার বুনো ফল);  হেথা-হথা (এখানে সেখানে); কুথা (কোথায়);  ট্যাঁড়-বাদে (কাঁকুরে মাটির বন্ধ্যা প্রান্তর); হিঁজে (নির্মুল হওয়া); তকদিরে (ভাগ্যে);  পুরুলিয়া (পশ্চিমবঙ্গের একটি জেলা)


• এটাই আমার প্রথম সনেট লিখার প্রচেষ্টা, তাও আবার আঞ্চলিক ভাষায় । আদৌ হয়েছে কিনা জানি না । কবিবন্ধুদের মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়াসে সফল হবার চেষ্টা করবো । ভুল ত্রুটি মার্জনীয় ।