অন্ধকারকে জ্বালিয়ে আলো
অরুণ কারফা


বাসতে চেয়েছিলাম কাউকে সেদিন ফুলের মত ভালো...
যখন না পেলেও তাকে
                  চে'য়ে অপলকে
মাখতাম তার বিরল সুবাস
চিত্ত ভরিয়ে দমকে দমকে,
প্রথম বর্ষনে ভেজা মাটির মত সোঁদা সোঁদা গন্ধের হাওয়ার গমকে
থমকে থমকে
আর  উপলব্ধি করতাম পরান খুলে না ঘটা মিলনের
অমূল্য মুহুর্ত গুলো।


যখন করুণ সুরে কোকিল ডেকে উঠলে অজানা  অচেনা শাখে
মনে হত সে বলছে জোনাককে
মিটিয়ে দাও, না পাওয়ায় বাসনা
অন্ধকারকে জ্বালিয়ে তা দিয়ে ফুটিয়ে স্নিগ্ধ আলো ।