(বিঃদ্রঃ  এর প্রথম স্তবকটা সুদীপ তন্তুবায়ের লেখা যে কিনা হাসপাতালে আছে, আজকে ছাড়া পাবার কথা। আমার কাছে পাঠিয়ে বলল সম্পূর্ণ করে দিতে, দিলাম। এবার বলল প্রকাশ করে দিতে, আমি বললাম সেটা তোমার নামে হওয়া উচিত কেননা, ঐ প্রথম স্তবকটা অনবদ্য, যার সমকক্ষ বাকিটা হতে পারেনি। তাই ওটা তোমার কবিতা। ও কিছুতেই মানল না, এদিকে নাছোড়বান্দা, যেন আজকেই দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন সুদীপ বয়সে কম হোলেও কত বড় মাপের মানুষ।)


কালো কালো মেঘ জমেছে
আকাশে নেই তারা
আমার সোনার স্বপ্ন গুলো
করল চুরি কারা?

সিন্দুকেতে আসল গুলো
বন্ধ তালা মারা
বুক ফুলিয়ে নকল নিয়ে
ঘুরছে বেচারারা।

তাই তারা দোরে কাঁদে গুমরে
একটু সুখের তরে
ইন্দু যে নেই আকাশেতে
সিন্ধু রুখতে পারে।

অশ্রু ঝরে চিক চিক ক’রে
নকল সোনার মত
আসল হলে স্বপ্ন গুলো
হাটে বিকিয়ে যেত।

এবার বলি আসল গুলো
শিউলি ঝরে পড়া
ফুলের মত সোনা রোদে
শরতে দেয় ধরা।