সজনী আমি কি বলি,
আর না হয় নাই এগোলাম
এখান থেকেই ফেরত চলি।

বিপ্লবের পথ বড়ই দুর্গম,
আরও বেশিদূর এগিয়ে গেলে
বিপন্ময় তা হবে হরদম।

তার চেয়ে বরং বিশ্রাম নিই
সাঙ্গোপাঙ্গদের এগিয়ে দিয়ে
নিজদেরই নিজেরা বাহবা দিই।

যদি জিৎ হয় সংগ্রামে
বলব আমরাই তো করেছিলেম শুরু
জয় লেখা হোক আমাদের নামে।

আর যদি হয় পরাজয় নিশ্চিত
অনেকের অনেক ক্ষতি হলেও
আমাদের বেঁচে যাবে কিঞ্চিৎ।