আমার মাঝে যে আছে শূন্যতা
তুমি এলে তা পাবে পূর্ণতা
তোমার মাঝে যে আছে বিশালতা
আমার পক্ষে তা চাওয়া বিলাসিতা।

তোমার মাঝে যে আছে ক্ষমতা
যার নেই কোন সীমাবদ্ধতা
কিয়দংশ তার আমায় দিলে
ছাপিয়ে যেত কূপমণ্ডূকতা।