যারে হন্যে হয়ে খুঁজে বেড়াই
জীবন যুদ্ধে সঙ্গে পেতে চাই,
একটা ছোট্ট জিনিষ
জানাতে পারি না তারে,
তুলে রেখেছি তার জন্য
ভালবাসা প্রাণ ভরে।

কি ভাবে কোথায় বলি তারে
তার জন্য উজাড় করে
দেব যা আছে প্রাণে,
ইঙ্গিতে ইঙ্গিতে ইশারায় ইশারায়
কলিতে কলিতে গানে।

আসলে সমস্যা একটাই হয়
চেষ্টা করতে মনে জাগে ভয়
আমারে সে করবে কিনা গ্রহণ,
আর তাই,
এক তরফা এই চেষ্টা বৃথাই
কিছুতেই পাই না মন।