আমরা গড়ব নতুন জগৎ
কাটিয়ে সকল দ্বিধা
যেখানে থাকবে না অভুক্ত কেউ
উদরে নিয়ে ক্ষুধা।

হয়ত সে জন্যে করতে হবে
বিস্তর লোক জড়ো
এ নয় কোন ছোটোখাটো কাণ্ড
পেল্লাই রাজকীয় বড়।

আমাদের মাঝেই কিছু জনগণ
হারালেও আত্মবিশ্বাস
লড়াই করেই শেষ অবধি
প্রাণ ভরে নেব নিশ্বাস।

লড়াইয়ে পাব আমাদের পাশে
নেই যাদের আর হারাবার
শেষ করে দেব মালিক পক্ষকে
পথ পাবে না পালাবার।

লড়াইয়ের শেষে গড়ব আমরা
নতুন একটা দেশ
যেখানে থাকবে শুধুই ভালবাসা
দূর করে হিংসাদ্বেষ।