আমার উচ্চারিত প্রতিটি বাণী
তোমার পানে চেয়ে রচিত
তোমার তরে তারা কাব্যগাথা
অন্যের কানে অতিরঞ্জিত।


তুমি শুনলে প্রাণ পেয়ে তারা
হয়ে ওঠে যেন জলজ্যান্ত
মনে হয় তখন ধ্রুবতারার মত
চির উজ্বল আর অনন্ত।


তাই বোধ হয় তারা দিশা দর্শায়
অনাগত কত প্রকৃত প্রণয়কে
ধিকিধিকি যাদের মনে প্রেম আছে
তারাও সাহস করে জয় করে ভয়কে।