তোমার বাগ হতে
ফুল নিয়ে আমি
তোমাকেই অর্পন করি
একেও কি বলবে চুরি?

এই যদি হয় চুরির সজ্ঞা
আমি যেন হই চোর  
ভালবাসার তরে
জীবন ভোর।

তোমার কাছে থেকে
ভালবাসতে শিখে
তোমারেই যদি কাঁদাই
আমি কি নই কসাই?

তাই তো আমি
পারি না করতে
মিছে মিছে অভিমান
আর তুমি ভাব
সাদামাটা আমি
এক বৈচিত্র্যহীন প্রাণ।