আমি, নিজের মত করে চেষ্টা করি
তোমার মনকে বোঝাতে
ঘাটতি নেই যে তোমার প্রতি
আমার ভালবাসাতে।

তুমি চাওনা বুঝতে তা
কেন জানি না প্রিয়
নাকি বুঝেও থাক চুপ করে
আমি কষ্ট পাই যদিও ।

অথচ যদি চেষ্টা করে
বুঝতে আমার ব্যথা
মান অভিমানে যেতনা সময়
এই ভাবে হয়ত অযথা।

তখন হয়ত আমরা দুজনে
ভেঙে ফেলে সব বাধা
মিলিত প্রচেষ্টায় গড়তে পারতাম
উন্নত এক বসুধা।