আষঢ়ের মেঘ আসছে ধেয়ে
দিগন্ত থেকে দিগন্তে ছেয়ে
মাঝে মাঝে কেঁপে কেঁপে
আর মনে হয় বেশী দেরী নয়  
যেভাবে দুরন্ত বেগে বায়ু বয়
বৃষ্টি নামবে ঝেঁপে।

আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বেঁকে
কোলা ব্যাঙেরা উঠছে ডেকে
ছেলেরা ছুটছে ঘরে
মাঠের সবুজ দুর্বা ছেড়ে
গাই বাছুরগুলোও ছুটছে জোরে
দেখছে না পিছন ফিরে।

ধীরে ধীরে এলে সন্ধ্যা নেমে
একটু বৃষ্টি গেলে থেমে
বধু জ্বালাবে বাতি
ঘন আঁধারের মাঝে তারা
মনে হবে যেন সাঁঝের তারা
উজ্জ্বল করেছে রাতি।