কথার ফাঁকে ফাঁকে
সুযোগ পেলেই বলি,
আমার চক্ষে সে হচ্ছে এক
রজনীগন্ধার কলি।

তাও সন্তুষ্ট হয় না কিছুতেই
মন দেওয়া তো দূরের কথা,
থাকত যদি ওর মধ্যেও মন
তবে তো বুঝত পরের ব্যথা।

এরকম ভাবেই চলত হয়ত
দিনের পর দিন জীবন
কাছে থেকেও থাকতাম যখন
বহু দূরেই সারাক্ষণ।

তারপর একদিন ভর সন্ধ্যায়
বৃষ্টি বাদল দিনে
বিজলীর বাঁকা হাসির আলোয়
নিল সে আমায় চিনে।