নীলাকাশ গেছে সাদা মেঘে ঢেকে
ধীরে ধীরে হবে আঁধার থিকথিকে
ধারা ঝরছে অঝোরে,
হাতে কাজ নাই বসে আছি তাই
এমন দিনে প্রিয়া পাশে নাই
মন যে কেমন করে।

সে থাকলে পরে তারে
বসিয়ে জানলার ধারে  
লিখতেম মনের কথা,
দেখলে কাগজটারে
অন্যে বলত যারে
পণ্ডশ্রম হয়েছে অযথা।

সে কিন্তু পড়লে বুঝতই মানে
প্রণয়ের ভাষা প্রণয়ী যে জানে
প্রসারিত করে দৃষ্টি,
হাত বাড়িয়ে নবকিশলয়ের মত
তুলে নিত সেই সদ্যজাত
প্রেমের অপূর্ব সৃষ্টি।