এ প্রশ্নটা করোনা আমায়
রজনীগন্ধা কত ব্যথা পায়
বিলিয়ে দিতে তার সুগন্ধ
সে জানে কেন তার কাছে
কি প্রত্যাশা নিয়ে আসে বসন্ত।

অথবা জিজ্ঞাসা করোনা আমায়
কোকিল কণ্ঠ কত ব্যথা পায়
গাইতে বসন্তে গান
তারও কি কখনো হয় না ভাব
একটুও অভিমান?

এই প্রশ্নও করোনা আমায়
শ্রাবনের মেঘ কত ব্যথা পায়
বিলিয়ে দিতে নিজেরে অঝোরে
কেউ কি ফেলেনা ভুলেও কখনো
এক ফোঁটা অশ্রু তার তরে।

এ রকম সব প্রশ্নের মাঝারে
জানতে চাই বারংবারে
আমার বাঁচার সার্থকতা
উত্তর পাই খুঁজে একটাই
আর তা হচ্ছে পরার্থপরতা।