মনে পড়ে যায়
সেই যে বর্ষায়
সে যখন গেল চলে
এক্ষুনি আসছি বলে,
তারপর কত আষাঢ় শ্রাবণ
ব্যর্থ হল ফেরাতে তার মন
ভাসলাম আমি চোখের জলে।

আজ এখন বৃষ্টি নামলে
তার কথাই মন বলে
যেন ঊর্দ্ধে মেঘপুঞ্জের ওড়া
তার নীচে শ্যামল সবুজে ভরা
আমরা দুজনে
ধ্যানস্থ এক মনে
বসে আছি তার কোলে।

হারানো সেই সব দিনের কথা
বাড়িয়ে মনের চঞ্চলতা
এতই করে দুর্বল
নয়ন ভরে ছলছল,
মন বোঝেনা কি করলে তবে
হৃদয় আবার শান্ত হবে
অন্তর জ্বলবে না অনলে।