এমন একটা বর্ষা চাই
ভেঙে দিয়ে শোষণ যন্ত্রটাকে
নতূন সূর্য উঠিয়ে যে
হাসি ফোটবে সবার মুখে।


হয়ত একদিন আসবেই যেদিন
আমরা না থাকলেও এই ধরায়
বিপ্লবের ঝড় ভেঙে চুড়ে সব
তুলবে শোষকদের কাঠগড়ায়।


সেদিন হবে প্রকৃত বিচার
বিলিয়ে দিয়ে ধন সবার মাঝে
বর্ষা দেবে স্বাধীনতা আমাদের
নতুন যুগে নতুন সাজে।


তবে একটাই কথা সেই বর্ষা
আসবে না বিনা প্রচেষ্টায়
অনেক ঝড় ব্যর্থ হয়ে
একটা সফল হবে শেষটায়।