দেশের তরে যারা বেঁধেছিল গান
তা শুনলে আজও উৎকর্ণ হয় কান
মনে হয় করতে গেলে দেশের কাজ
তাদের প্রয়োজন বড্ড বেশী আজ।


সকলেই যে যাবে রণাঙ্গনে
সম্মুখ সমর হচ্ছে যেখানে
তেমন ধারণা অবশ্যই ভুল
এ তে সন্দেহ নেই একচুল।


উদ্বুদ্ধ করতে সকলকে রণে
কালজয়ী রচনা লেখে একজনে
আর তাতেই শত শত জওয়ান
হাসতে হাসতে দিয়ে দেয় প্রাণ।  


লেখকের অবদানও কিছু কম নয়
শাসকের রোষে তাকেও পড়তে হয়
কারণ শাসক জানে বেশ ভাল করে
একখানা কলম কি ক্ষমতা ধরে।