তোমার প্রতি আমার ভালবাসা
প্রশ্নচিহ্নের মুখে
জানতাম না আগে পার্থিব সুখ
রাখবে না তোমায় সুখে।


ভাবিনি তুমি মেঘের মত
বিলিয়ে দিয়ে সর্বস্ব
জয় করতে চাও মনটি সবার
হলেই বা তাতে নিঃস্ব।


জানতাম না তুমি রেখে যেতে চাও
এমন কিছু নিদর্শন
যা দেখে লোকে বলবে এক বাক্যে
মানুষ বটে সে একজন।


আজ তোমায় দেখে আমার মতও
নগণ্য ও সাধারণ
পেতে অন্যের মন আপন সখের ধন
দিতে চাইছে বিসর্জন।