দিগন্ত হতে দিগন্তে সমানে
বিজলীর রেখা টেনে টেনে
বর্ষা দিল জানিয়ে আমাদের
পা রেখেছি আমরা শ্রাবণে।


মেঘে মেঘে হলেও আলাপ
ভাঙল না যে অভিমান
কান্নায় তারা পরলেও ভেঙে
কেউ করল না প্রস্থান।


বিনা যুদ্ধে কেউ দেবে না জমি
সে কথা তো ছিল আগেই জানা
তাই ভাসিয়ে দিল জলের তোড়
পাগলা নদীর শ্যামল দুই কানা।


বর্ষা যখন থামল শেষে
ইন্দু এল মাঝ আকাশে
আকাশ পথে নেতারা যেমন
বন্যা পরিদর্শনে আসে।