পারলাম না আমি মিতে
বইটা আর কাউকে দিতে
যাতে মহাসাগরসম
প্রেম আছে পরতে পরতে।

জানি তোমারই আবৃত্তি
ফুটিয়ে চরিত্র তার
জীবন্ত করবে তারে
হলেও বা কল্পনার।

তুমি ছাড়া ঝিনুক কেউ
পারবেনা তুলতে সে সাগরে
অজস্র অচেনার মাঝে  
মুক্তা আছে যার ভিতরে।