বর্ষা এলো হর্ষ নিয়ে  
কাটল গ্রীষ্মের খরা
কাজল মেঘের তলায় পৃথিবী
সাজল এক অপ্সরা।

আবছা হল বন জঙ্গল
যা ছিল অদূরে দাঁড়িয়ে
সবুজ বর্ণ জলের ধারায়
যেই না গেল হারিয়ে।

আকাশটা হল অদৃশ্য হটাৎ
ছিলই না যেন সেখানে
অস্থির হল মেঘেদের দল
তর্জ্জনে ও গর্জ্জনে।

কেতকী বকুল কদম্ব ফুল
যেই না দিল সাড়া
তাদের দেখতে বিজলীতে মেঘ
ভরিয়ে দিল ধরা।