এমনই এক ভরা শ্রাবণে
তুমি এসেছিলে আমার মনে
জীবন বওয়াতে অন্য খাতে
সকাল সন্ধ্যা দিনেও রাতে।

শরৎ আসতেই তারপর মনে
ঢেউ খেলল কাশফুল বনে
আগমনি গানের ছন্দে ছন্দে
গাইলাম যুগলে মনের আনন্দে।

হেমন্তের সেই প্রথম আবির্ভবে
সন্তান আসতেই তোমার গর্ভে
মাঠ ভরল পাকা ধানে
আর বুলবুলির মধুর গানে।  

ফুল ফুটতেই প্রথম বসন্তে
বাগান ভরল গন্ধে গন্ধে
কোকিলের সুরে ও তার ডাকে
কৃষ্ণচূড়া এলো ভর বৈশাখে।