যার মাঝে তার মনের কথা
নথিবদ্ধ ছিল,
চলার পথের দিশাও যাতে
নির্দিষ্ট ছিল,
অযত্নে সেই পত্রগুলো তার
হারিয়ে গেল।

যা থেকে আমি শিক্ষা নিয়ে
নজর দিলে,
হয়ত পারতাম লড়াই করতে
বুকের বলে,
সব সম্ভাবনাই সম্পূর্ণ ভাবে
বিনষ্ট হল,
অযত্নে কিনা পত্রগুলো তার
হারিয়ে গেল।

এবার করতে হলে তাই
প্রায়শ্চিত্ত,
নতুন করে লিখতে হবে
আবার তত্ব,
পুরনো সব গুঁড়িয়ে দিয়ে
ব্যাবস্থাকে পুড়িয়ে দিয়ে
তৈরি করতে হবে কিছু
সোনার ছেলে
বিপ্লবে যারা ঝাঁপ দেবে
মাভৈ বলে।