রঙ ছিল তুলি ছিল
ছিলনা শুধু ভাবনা
যার অভাবে তার ছবিটা
কিছুতেই আঁকা গেলনা।

কলম ছিল কাগজ ছিল
ছিলনা শুধু চেতনা
যার অভাবে তাদের কথা
কিছুতেই বলা গেলনা।

সুর ছিল তাল ছিল
ছিলনা শুধু সাধনা
যার অভাবে কণ্ঠতে গান
কিছুতেই ফোটানো গেলনা।