সামনে পেয়েও তোমায়
হই না তত খুশী,
হই যত ছবিতে দেখে;
নিজের হাতেই যেটা
এঁকে ছিলেম আমি,
তোমায় সম্মুখে রেখে।

এমনিতে প্রিয়া তুমি
যতই সুন্দর হও,
নও আমার হাতে গড়া;
না হলেও ছবিতে নিখুঁত
সেখানেই তোমায় পাই
তাতেই দিয়েছ ধরা।

তাই তো আমি ভীষণ
উৎফুল্ল হয়ে উঠি,  
যেই দেখি সেই আঁকা;
চিরতরেও তুমি
নাইবা রইলে কাছে ,
ছবিটায় থাকা পাকা।