তোমার সঙ্গে সময় কাটে
তর্কে তর্কে
সর্বপ্রথম ভালবেসেছি কে
অপরকে।

তর্ক হয় কে প্রথম বুঝেছি
অন্যের মন
অথবা কে প্রথম দেখিয়েছি
অন্যকে স্বপন।

কে প্রথম দিয়েছি অন্যকে
তার চিত্ত
যার বদলে তার কাছে
চেয়েছি নিমিত্ত।

কে প্রথম বলেছি তুমি ছাড়া
এখানে আর
একজনও কেউ নেই
একটুও ভালবাসার।