কি করে যে করি কষ্টের বিবরণ
তোমাকে আমি পাবই না যখন
মনটারে তাই করেছি সংযত,
তবুও চিত্ত তোমার পানে
ঘন ঘন আমারে টানে
নিজেরে করি কষ্টে বিরত।

সখী, তোমার কাছে যতই ঘেঁষি
দূরত্ব বাড়ে ততই বেশী
এই ভয়ে ত্রিসীমায় আজকাল আর যাই না তাই,
নিজেরে শুধুই দিই প্রবোধ
ভাবনার মধ্যে থাকলেও বিরোধ
তোমায় পেতে তোমার থেকে দূরে যেতে চাই।