আমার মনের মণিকোঠায়
আছে যে চিনি কি তারে
ভাবতে ভাবতে পেরিয়ে যায় প্রহর
তবু রই সেই আঁধারে।

এই আশাতেই ব্যগ্র থাকি
কখনো কাটলে আঁধার
সবিস্তারে বলব তারে
মনের কথা আমার।

মনে মনে আবার শঙ্কা জাগে
কখনো সেই মূহুর্ত্ত এলে
পারব তো বলতে হৃদয়ের কথা
সম্মুখে তারে পেলে।