আষাঢ়ে গগনে এলে মেঘ সহসা
অঝোরে যেমন নামে ঘোর বরষা
তেমনই তোমায় আমি
পেলে মনের কোণে
বিজুরী চমকায় যেন
হৃদে ক্ষণে ক্ষণে।

মনের দিঘিতে ওঠে
শতদল হেসে
ভ্রমর চুম্বন দেয়
তারে ভালবেসে
সৌরভে ভরে যায়
যেন চারিধার
ব্যাঙেরা কোলাহলে
ভরিয়ে দেয় পাড়।

চাঁদ ওঠে বুকে তার
কেটে গেলে মেঘ
ধীরে ধীরে বেড়ে যায়
বাতাসের বেগ
চারিদিকে ছড়িয়ে পড়ে
প্রেমের সৌরভ
শুরু হয়ে যায় এক
নতুন বিপ্লব।