যার প্রত্যাশায় বসে থাকি আমি
সারাক্ষণ পথ চেয়ে
সে কিন্তু ভাবে না আমার কথা
কাজলা বরণ মেয়ে।


ঈশান কোণে উঠলে ঝড়
বইলে বাতাস জোরে
মনে হয় তার কেশ গুচ্ছ
উড়ছে আকাশ জুড়ে।


মাথার ’পরে করলে মেঘ
তার কথাই মনে পড়ে
কাজল বরণ নয়ন থেকে তার
বৃষ্টি যেন ঝরে।


কাটলে মেঘ থামলে বৃষ্টি
আবার উঠলে চাঁদ
মনে হয় যেন আমারে ধরেতে
পেতেছে সে বুঝি ফাঁদ।  

আমি কিন্তু তাই করেছি পণ
ফাঁদে দেব না পা
হোক না প্রিয়ার কলঙ্কে ভরা
চাঁদের মত গা।