সেই রাতে চাঁদ ছিল
আকাশে ভেসে,
আমার পাশে দাঁড়িয়ে ছিলে
তুমি এসে,
এ সবই হয়ত হয়েছিল
স্বপনে,
কারণ, তোমাকে পাব না
কখনো জীবনে।

যতই প্রখর হোক রৌদ্র
গ্রীষ্মের দুপুরের,
তুমি এলেই বুঝতে পারব
শব্দে নূপুরের,
হোক না তা দিবাস্বপ্ন
কোন এক দিন,
তবুও তোমার সুরেই
বাজবে আমার বীণ।