গল্পে পড়েছি
পরলে কারো প্রেমে,
চাঁদও নাকি তার
স্বত্বায় ও মনে হয়ে একাকার
পৃথিবীতে আসে নেমে।


তেমনই বোধ হয়
ঘটল এবার শরতে,
এত কাছে নেমে এসেছে চাঁদ
ভেঙে ফেলে তার জ্যোছনার বাঁধ
ভাসাচ্ছে সব মর্তে।


বাঁধ ভাঙা আলোর হাসি
উচ্ছ্বসিত রাশি রাশি
পড়ছে এমন উঠানে,
তালগাছগুলো উঠছে কেঁপে
নদীর জলও উঠছে ফেঁপে
লহর তুলে উজানে।